সংসদ নির্বাচনে অংশ নিবেনসাবেকমন্ত্রীআবদুললতিফসিদ্দিকী
- আপডেট সময় : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ত্রয়োাদশজাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেনবর্তমানেকার্য্যক্রম স্থগিত থাকারাজনৈতিকসংগঠনবাংলাদেশ আওয়ামীলীগেরবহিস্কৃত প্রেসিডিয়ামসদস্য সাবেকসংসদ সদস্য ও সাবেকমন্ত্রীআবদুললতিফসিদ্দিকী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতীসদরেরতারনিজবাসভবনেআয়োাজিত এক অনানুষ্ঠানিকমতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় আবদুললতিফসিদ্দিকীবলেন, “গত কয়েকদিনধরেআমিদ্বিধা-দ্ব›েদ্ধ’ছিলাম-নির্বাচনে অংশ নেবোকি নেবোনা। আমিসবসময় জনগণেরমতামত ও জনরায়কে প্রাধান্য দিয়েরাজনীতিকরি। আমারকর্মী-সমর্থক এবংএলাকারসাধারণমানুষেরআগ্রহ ও অনুরোধেরপ্রতি সম্মানজানিয়েইআমিআসন্নত্রয়োাদশজাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তনিয়েছি।
তিনিআরওজানান, নির্বাচনীপ্রস্তুুতির অংশ হিসেবেআগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্রজমা দিবেন। এরপরপর্যায়ক্রমে গণসংযোগ ও নির্বাচনীকার্যক্রম শুরুকরাহবেবলেওজানানতিনি। ঘোষণারসময় তারকর্মী-সমর্থকরাউপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুললতিফসিদ্দিকীর এ ঘোষণারমধ্য দিয়েকালিহাতীআসনেআসন্নজাতীয় সংসদ নির্বাচনকেঘিরেনতুনকরেআলোচনা-সমালোচনারসৃষ্টিহয়েছে।



















