ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:

টাঙ্গাইলের  নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ভ্যাকসিন ক্যাম্পেইনের আয়োজনকরা হয়।
উপজেলা স্বাস্থ্য          কমপেলেক্সেরআয়োজনেভ্যাকসিনক্যাম্পেইনউদ্বোধনকরেননাগরপুরউপজেলানির্বাহীঅফিসারআরাফাত মোহাম্মদ নোমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তাডা:মো.হাফিজুররহমানেরসভাপতিত্বে এ সময়উপস্থিত ছিলেননাগরপুর উপজেলামাধ্যমিকশিক্ষাঅফিসার মো.নাদিমআহমেদ,নাগরপুর প্রেসক্লাবেরসভাপতি আক্তরুজ্জামান বকুল, নাগরপুর তদন্ত কর্মকর্তা আবদুল কদ্দূস, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়প্রধানশিক্ষক হোসেনআলীমনসুরসহপ্রিন্ট ও ইলেকট্রনিকস্মিডিয়াসাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটিপরিচালনাকরেনডা:রাকিবুলইসলামলিন।
এ সময়নিবন্ধনেরমাধ্যমে ৯ মাসবয়স থেকে ১৫ বছরপর্যন্তশিশুদেরভ্যাকসিন দেওয়া হয়। ১২ অক্টোবরহইতে ৩১ অক্টোবরপর্যন্তবিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানে এ টিকাদানকর্মসূচিচলবে । পরবর্তীতে ০১ নভেম্বরহইতে ০৯ নভেম্বরের উপজেলারবারটিইউনিয়নেরওয়ার্ডে টিকা দানকর্মসূচি চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:

টাঙ্গাইলের  নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ভ্যাকসিন ক্যাম্পেইনের আয়োজনকরা হয়।
উপজেলা স্বাস্থ্য          কমপেলেক্সেরআয়োজনেভ্যাকসিনক্যাম্পেইনউদ্বোধনকরেননাগরপুরউপজেলানির্বাহীঅফিসারআরাফাত মোহাম্মদ নোমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তাডা:মো.হাফিজুররহমানেরসভাপতিত্বে এ সময়উপস্থিত ছিলেননাগরপুর উপজেলামাধ্যমিকশিক্ষাঅফিসার মো.নাদিমআহমেদ,নাগরপুর প্রেসক্লাবেরসভাপতি আক্তরুজ্জামান বকুল, নাগরপুর তদন্ত কর্মকর্তা আবদুল কদ্দূস, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়প্রধানশিক্ষক হোসেনআলীমনসুরসহপ্রিন্ট ও ইলেকট্রনিকস্মিডিয়াসাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটিপরিচালনাকরেনডা:রাকিবুলইসলামলিন।
এ সময়নিবন্ধনেরমাধ্যমে ৯ মাসবয়স থেকে ১৫ বছরপর্যন্তশিশুদেরভ্যাকসিন দেওয়া হয়। ১২ অক্টোবরহইতে ৩১ অক্টোবরপর্যন্তবিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানে এ টিকাদানকর্মসূচিচলবে । পরবর্তীতে ০১ নভেম্বরহইতে ০৯ নভেম্বরের উপজেলারবারটিইউনিয়নেরওয়ার্ডে টিকা দানকর্মসূচি চলমান থাকবে।