ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

“সততা স্টোর”দোকানদার ছারাই চলছে দোকান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮ ৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ  “সততা স্টোর” একটি বিক্রেতা বিহিন দোকান। যেখানে বিস্কুট, চকলেট, খাতা, পেনসিল, কলম, জ্যামেতি বক্সসহ বিভিন্ন ধরনের পন্য সাজিয়ে রাখা হয়েছে। এসব পন্যের দেখ-ভাল করার কেউ নেই। অথচ তার পাশ দিয়ে আসা-যাওয়া ও খেলাধুলা করছে শত শত শিশু শিক্ষার্থী। ইচ্ছা করলেই ওই সব শিক্ষার্থীরা সেখানকার যে কোন একটি পন্য লুকিয়ে নিয়ে নিতে পারে অথবা খেয়ে ফেলতে পারে। তবে তা তারা করছে না, বরং কোন পন্যের দরকার হলে শিশু শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে এবং নির্দিষ্ট পরিমান দাম পাশে থাকা বাক্সে ফেলে পন্য নিচ্ছে। শিশু শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে  টাঙ্গাইল সদর উপজেলার ৪৩ নং গালুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমনি এক ব্যতিক্রম কার্যক্রম চালু করেছেন সততা স্টোর নামে বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আরিফ জানান,  শিশুদের ছোট বেলা থেকেই সততা শিক্ষা দেয়ার জন্যই এ কার্যক্রম চালু করা হয়েছে। “সততা স্টোর”   শুভ উদ্বোধন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেরিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“সততা স্টোর”দোকানদার ছারাই চলছে দোকান

আপডেট সময় : ০৪:৪০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

 

স্টাফ রিপোর্টারঃ  “সততা স্টোর” একটি বিক্রেতা বিহিন দোকান। যেখানে বিস্কুট, চকলেট, খাতা, পেনসিল, কলম, জ্যামেতি বক্সসহ বিভিন্ন ধরনের পন্য সাজিয়ে রাখা হয়েছে। এসব পন্যের দেখ-ভাল করার কেউ নেই। অথচ তার পাশ দিয়ে আসা-যাওয়া ও খেলাধুলা করছে শত শত শিশু শিক্ষার্থী। ইচ্ছা করলেই ওই সব শিক্ষার্থীরা সেখানকার যে কোন একটি পন্য লুকিয়ে নিয়ে নিতে পারে অথবা খেয়ে ফেলতে পারে। তবে তা তারা করছে না, বরং কোন পন্যের দরকার হলে শিশু শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে এবং নির্দিষ্ট পরিমান দাম পাশে থাকা বাক্সে ফেলে পন্য নিচ্ছে। শিশু শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে  টাঙ্গাইল সদর উপজেলার ৪৩ নং গালুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমনি এক ব্যতিক্রম কার্যক্রম চালু করেছেন সততা স্টোর নামে বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আরিফ জানান,  শিশুদের ছোট বেলা থেকেই সততা শিক্ষা দেয়ার জন্যই এ কার্যক্রম চালু করা হয়েছে। “সততা স্টোর”   শুভ উদ্বোধন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেরিনা আক্তার।