জমকালো আয়োজনে পালিত হলো এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক ও বন্ধুদের মিলন মেলা

- আপডেট সময় : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: “বন্ধুদের টানে বন্ধুত্ব এগিয়ে যাক সারা দেশে” এই স্লোগানকে সামনে নিয়ে জমকালে আয়োজনের পালিত হলো এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিক ও বন্ধুদের মিলন মেলা ।
গতকাল শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল মহেড়া জমিদার বাড়িতে এসএসসি ৯৬ টাঙ্গা জেলা গ্রুপের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।
সকাল থেকে মহেড়া জমিদার বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ‘৯৬’ ব্যাচের বন্ধু মিলিত হয়। এরপর কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে প্রথম অধিবেশনে ছিল বন্ধুদের বরণ, পরিচয় পর্ব, আড্ডা, গ্রুপ ক্রিয়েটরের বক্তব্য, বন্ধুদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজ।
দ্বিতীয় অধিবেশনে গান, নাটিকা ও এক মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক। ১৫ পাউন্ডের কেক কাটা হয় ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে। অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধুরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।
সব শেষে ছিল র্যাফেল ড্র। টাঙ্গাইল এসএসসি ৯৬ টাঙ্গা জেলা গ্রæপ ক্রিয়েটর মো. শামীম আল মামুন ও এডমিন মো¯ফা মিয়্ যৌথ ভাবে অনুষ্ঠানে সঞ্চালনার ছিলেন।
মিলন মেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরি একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এ ভাবে মহেড়া জমিদার বাড়ীতে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
এ সময় টাঙ্গাইল এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের এডমিন মানিক ভৌমিক, মহিউদ্দিন সুমন, ,মোঃ শামীম খান,লিমন,শাহজালাল আকন্দ, আফজাল হোসেন, শাহীন হোসেন, মাহাম্মদ খালেদ বিন আব্দুল আজিজ জনি, পলাশ চৌধুরী, জাকারিয়া মনি, রফিক খান মো.ফারুক হোসেন মো.আলমগীর হোসেন সহ চারশতাধিক বন্ধুরা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।