ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার সঙ্গে দেখা করতে জেলগেটে ৮ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮ ১০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলটির ৮ জন জ্যেষ্ঠ নেতা জেলগেটে পৌঁছেছেন।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে তারা রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যান।

এর আগে দুপুর ১টায় বিএনপির সিনিয়র নেতাদের ১০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানের কাছে এই তালিকা হস্তান্তর করেন।

কারা ফটকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদার সঙ্গে দেখা করতে জেলগেটে ৮ নেতা

আপডেট সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলটির ৮ জন জ্যেষ্ঠ নেতা জেলগেটে পৌঁছেছেন।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে তারা রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যান।

এর আগে দুপুর ১টায় বিএনপির সিনিয়র নেতাদের ১০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানের কাছে এই তালিকা হস্তান্তর করেন।

কারা ফটকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।