ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮ ২৫ বার পড়া হয়েছে

 

রাষ্ট্রপতি দু’দিনের সফরে পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করতে দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া অংশের সার্ভিস এরিয়া-১ পৌঁছেন। এখানে তাঁকে সেতু প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি সিনো হাইড্রো মাঝিকান্দি, মাওয়া থেকে কাঠালবাড়ী, জাজিরা পয়েন্টে পদ্মা সেতু স্পান ও সেতু নির্মাণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ও তাঁর সফরসঙ্গীরা নৌযাত্রার মাধ্যমে পদ্মা সেতুর পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের এসব এলাকা ঘুরে সেতু নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাঙালির আবেগ, স্বপ্ন ও সম্ভাবনার সম্মিলন হচ্ছে বহু প্রতীক্ষিত এই পদ্মা বহুমুখী সেতু। এই সেতু দেশের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ ও সামাজিক খাতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এই অঞ্চলে মংলা ও পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি ও রফতানি আয় ব্যাপকভাবে বেড়ে যাবে।তিনি বলেন, পদ্মা সেতু আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং শিল্প ও বাণিজ্যের বিকাশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।রাষ্ট্রপতি বলেন, পদ্মা সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে আছেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

 

রাষ্ট্রপতি দু’দিনের সফরে পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করতে দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া অংশের সার্ভিস এরিয়া-১ পৌঁছেন। এখানে তাঁকে সেতু প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি সিনো হাইড্রো মাঝিকান্দি, মাওয়া থেকে কাঠালবাড়ী, জাজিরা পয়েন্টে পদ্মা সেতু স্পান ও সেতু নির্মাণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ও তাঁর সফরসঙ্গীরা নৌযাত্রার মাধ্যমে পদ্মা সেতুর পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের এসব এলাকা ঘুরে সেতু নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বাঙালির আবেগ, স্বপ্ন ও সম্ভাবনার সম্মিলন হচ্ছে বহু প্রতীক্ষিত এই পদ্মা বহুমুখী সেতু। এই সেতু দেশের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ ও সামাজিক খাতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এই অঞ্চলে মংলা ও পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি ও রফতানি আয় ব্যাপকভাবে বেড়ে যাবে।তিনি বলেন, পদ্মা সেতু আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং শিল্প ও বাণিজ্যের বিকাশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।রাষ্ট্রপতি বলেন, পদ্মা সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এ্যামিলি, সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে আছেন।