দেলদুয়ারে এক পুরোহিতের আত্মহত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮ ২৪ বার পড়া হয়েছে
দেলদুয়ার প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামে এক পুরোহিতের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম তপন কুমার বিশ্বাস (৬০)।সোমবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ,নিহত তপন কুমার বিশ্বাস একই এলাকার মৃত অনিল বিশ্বাসের ছেলে। সে কি কারনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেনা।পরে পুলিশ খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।