টাঙ্গাইলে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮ ১১৬ বার পড়া হয়েছে
 
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।রোববার দুপুরে এই দূর্ঘটনাটি ঘটে।তবে তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলেই টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ তিনটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
																			

















