‘ঠিকানা’র উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে হত-দরিদ্র নারীর মাঝে ছাগল বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮ ১৪২ বার পড়া হয়েছে
বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ১৭ জন হত-দরিদ্র নারীর মাঝে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে এসব বিতরণ করা হয়। আজ সোমবার ( ১১ জুন ) দুপুরে উপজেলার কলিয়া গ্রামে ‘ঠিকানার’ কার্যালয় থেকে এ ছাগলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল ।উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।















