টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা শাহেদ হাজারী’র ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮ ১৪৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ শহিদুল্লাহ খান শাহেদ হাজারী’র ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাাফিজুর রহমান সোহেল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম মুকুল প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















