র্যাবের ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় অভিযান চালালে র্যাবের সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাব পাল্টাগুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮ ১২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম রুহুল (৩০) ।










