টাংগাইলের সখীপুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
- আপডেট সময় : ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮ ১৫৮ বার পড়া হয়েছে
সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে প্রতিবেশীর জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফরহাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার কালিয়া নয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার ফালু মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার রাতে সখীপুর থানায় নিহতের স্ত্রী ছাহারা ভানু বাদী হয়ে তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফরহাদ হোসেনের ছাগল প্রতিবেশী ফজল আহমেদের মেয়ে মর্জিনা বেগমের জমিতে ঘাস খেলে তাদের মধ্যে বিরোধ ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে মর্জিনার ভাই হাসমত ও দেলোয়ার হোসেন ফরহাদকে তাদের বাড়িতে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদী ছাহারা ভানু বলেন, আমার স্বামীকে ডেকে নিয়ে যারা হত্যা করলো আমি তাদের ফাঁসি চাই।
সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মজিবর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী ছাহারা ভানু বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










