ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এক বোঁটায় ৪০ লাউ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে টিকরি খোনকার বাসস্ট্যান্ডে চা বিক্রেতা মকবুল মিয়ার লাউ গাছের একটি বোঁটায় ৪০ টি লাউ ধরেছে। চাঞ্চল্যকর লাউ গাছটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ মকবুলের বাড়িতে ভিড় করছে। দড়িহাতীল গ্রামের দর্শনার্থী আবুল কালাম আজাদ জানান, গাছের একটি বোঁটা থেকে ছোট-বড় ৪০টি লাউ ধরেছে। বিষয়টি বিস্ময়কর। বাজারের চাপরা বিক্রেতা মো. আ. রহিম মিয়া জানান, একটা বোঁটায় এতগুলো লাউ ধরে এটা আমার জীবনে প্রথম দেখলাম। লাউ গাছটির মালিক মকবুল মিয়া জানান, একটি বোঁটায় এতগুলো লাউ ধরায় নরম কাপড় দিয়ে বোঁটি শক্ত করে বেঁধে দিয়েছি। লাউ গাছটি দেখতে অনেক মানুষ আসছে, আবার অনেকে ফোন করে খবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে এক বোঁটায় ৪০ লাউ!

আপডেট সময় : ০৩:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে টিকরি খোনকার বাসস্ট্যান্ডে চা বিক্রেতা মকবুল মিয়ার লাউ গাছের একটি বোঁটায় ৪০ টি লাউ ধরেছে। চাঞ্চল্যকর লাউ গাছটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ মকবুলের বাড়িতে ভিড় করছে। দড়িহাতীল গ্রামের দর্শনার্থী আবুল কালাম আজাদ জানান, গাছের একটি বোঁটা থেকে ছোট-বড় ৪০টি লাউ ধরেছে। বিষয়টি বিস্ময়কর। বাজারের চাপরা বিক্রেতা মো. আ. রহিম মিয়া জানান, একটা বোঁটায় এতগুলো লাউ ধরে এটা আমার জীবনে প্রথম দেখলাম। লাউ গাছটির মালিক মকবুল মিয়া জানান, একটি বোঁটায় এতগুলো লাউ ধরায় নরম কাপড় দিয়ে বোঁটি শক্ত করে বেঁধে দিয়েছি। লাউ গাছটি দেখতে অনেক মানুষ আসছে, আবার অনেকে ফোন করে খবর নিচ্ছেন।