ঘাটাইলের বেইলা গ্রামে বসেছে দুই দিনব্যাপি বাউল গানের মেলা
- আপডেট সময় : ০৬:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮ ৩২ বার পড়া হয়েছে
ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেইলা গ্রামে বসেছে দুই দিনব্যাপি এক ঐতিহ্যবাহী বাউল গানের মেলা। বাউল শিল্পী হুমায়ুন সরকার তার নিজ বাড়িতে আয়োজন করেছেন এ মেলার । গতকাল রবিবার ৪ই মার্চ এই মেলা শুরু হয় মেলায় বাউল গান শুনতে দেশের বিভিন্ন এলাকা বাউল ভক্তরা জড়ো হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন বাউল শিল্পীরাও। গতকাল সন্ধ্যা থেকে সারারাত ফকির বাড়ি ছিল বাউল প্রেমি মানুষের ঢল। গানের মেলা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাউল শিল্পীরা সমেবেত হয়। বরেণ্য বাউল শিল্পীরাগানের মেলায় বাউল মেলায় গান গেয়ে দুই দিন দর্শক মাতিয়ে রাখেন। প্রথম দিনে গানের মেলায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন খান পিপিএম।মেলাকে কেন্দ্র করে পসরা সাজিয়ে বসেছিল বিভিন্ন রকমের দোকানপাট।আয়োজক বাউল শিল্পী হুমায়ুন সরকার জানান, সে ছোট বেলা থেকেই বাউল গানের ভক্ত। দেশবরেণ্য অনেক গুণী বাউল শিল্পীদের কাছে ঘুরে ঘুরে বাউল গানের তালিম নিয়েছেন তিনি। গানের মেলা অনুষ্ঠানটি বাউল শিল্পিদের জন্য একটি মিলন মেলা। তিনি আরো বলেন, বাউল গানের মেলার মাধ্যমে বাউল গানের প্রতি সকলকে অনুপ্রাণিত করা এবং বাউল ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এ আয়োজন।