ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:  টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব মাসুদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ানি) সকালে শহরের পৌর উদ্যানে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।মিছিলে ১০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, টাংগাইল সদরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ত তুলতে তার নেতৃত্ব সমরে দাবি।বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি, যা বাস্তাবায়নে আহসান হাবীব মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাংগাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, টাংগাইল সদর শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। এই এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া। টাংগাইল সদরের উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন – জাতীয় নাগরিক পার্টির টাংগাইল জেলার সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের টাংগাইল জেলা সাংগঠনিক সম্পাদক মাও. জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলার সাবেক সভাপতি মাজহারল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:  টাঙ্গাইল সদর-৫ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব মাসুদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ানি) সকালে শহরের পৌর উদ্যানে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।মিছিলে ১০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, টাংগাইল সদরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ত তুলতে তার নেতৃত্ব সমরে দাবি।বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি, যা বাস্তাবায়নে আহসান হাবীব মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাংগাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, টাংগাইল সদর শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। এই এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া। টাংগাইল সদরের উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন – জাতীয় নাগরিক পার্টির টাংগাইল জেলার সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের টাংগাইল জেলা সাংগঠনিক সম্পাদক মাও. জায়েদ হাবিব, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলার সাবেক সভাপতি মাজহারল ইসলাম প্রমুখ।