টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লতিফ সিদ্দিকী’র পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন
- আপডেট সময় : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম এর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী পক্ষে তার কর্মী-সমর্থকরা মনোনয়ন পত্র উত্তোলন করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতী পৌর শহরের তার নিজ বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নেয়ার ঘোষণা দেন। লতিফ সিদ্দিকীর এ ঘোষণার মধ্য দিয়ে কালিহাতী আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমানে কার্য্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বহিস্কৃত প্রেসিডিয়াম সদস্য। হজ নিয়ে কটূক্তির অভিযোগে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন লতিফ সিদ্দিকী। ওই ঘটনার পর ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনের প্রেক্ষাপটে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
রাজনৈতিক জীবনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর বড় ভাই৷



















