মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম ৩ শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন
- আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম ০৩ (তিন) শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
২০২৫ সালের ২২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভার আদেশে
লাইফ সায়েন্স অনুষদের অন্তর্গত ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধীনে মোঃ তাজুল ইসলাম, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম ও মোহাম্মদ জাহিদুল মনিরকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
মোঃ তাজুল ইসলামকে তাঁর রচিত “Development of Chitosan-based Instant Soup for Osteoarthritis Patients and its Efficacy as a Functional Food”, আবু নইম মোহাম্মদ বজলুর রহীমকে তাঁর রচিত “Integrated Approaches to Combat Obesity for the Management of Type 2 Diabetes Mellitus” এবং মোহাম্মদ জাহিদুল মনিরকে তাঁর রচিত “Studies of Body Composition between Severely Acute Malnourished and Well-nourished Children in the Rohingya Refugees of Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়।









