কালিহাতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীর বেতডোবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ বেতডোবা মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর মাঝে অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এসময় বলেন, জামায়াতে ইসলামী সকল কাজ করে মহান আল্লাহর সন্তুষ্ঠির লক্ষে। যে কোনও সময় যে কোনও দুর্ঘটনা-দুর্যোগে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে মানুষ ও মানবতার পাশে দাঁড়িয়েছে। সমাজের সকল স্তরে সম্মান এবং সমতার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ঘুষ-দুর্নীতি, মাদক-সন্ত্রাসসহ সকল অপরাধের শিকড় উপড়ে হিন্দু-মুসলিম, ধনী-গরীব, মজদুর-আমলা সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। প্রতিটি বেকার যুবককে প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে চায়। হিন্দু-মুসলিম সকল নারী নির্ভয়ে স্ব-সম্মানে জীবনযাপন করতে পারে এমন পরিবেশ তৈরী করতে চায়। এমন একটি দেশ গড়তে দেশবাসী ও দেশের সেবক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে সকলের সমর্থন চায় জামায়াতে ইসলামী। এসময় প্রশাসন, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কালিহাতী পৌর জামায়াতের আমীর মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী এম এম হেলাল বাদশার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা সুলতান উদ্দিন, ফারুকুল ইসলাম, হযরত আলী, কার্যকরী সভাপতি প্রকৌশলী রাশেদুল হাসান রাতুল প্রমুখ। অনুষ্ঠানে কালিহাতী উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট ও বিভাগের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১ টায় জামিল হোসেনের মুদি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং রঞ্জিত পাল ও রমেশ রাজবংশীর জুয়েলারি ওয়ার্কশপ আংশিক ক্ষতি হয়। স্থানীয়রা বলছেন, এধরণের সহায়তা উদ্দ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পোড়া মনে অবশ্যই সবুজ প্রাণের জন্ম দিবে।











