নায়ককে খলনায়ক বানাবে আগামী এই ছবিগুলি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ৩৪ বার পড়া হয়েছে
সিনে বিশেষজ্ঞরা বলেন, খল চরিত্রে অভিনয় করা নায়ক হওয়ার চেয়েও কঠিন! খলনায়কের চরিত্রে অনেক অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। ইদানীং বলিউডের তথাকথিত নায়করা তাই ছক ভাঙা অভিনয় করতে বেশ উত্সাহ দেখাচ্ছেন। যেমন, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রণবীর সিংহ। গ্যালারির পাতায় দেখে নিন, আগামী কোন ছবিগুলিতে বলি হিরোদের ‘ভিলেন’ হতে দেখা যাবে।