টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে লাবিব খান লেবু (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব খান লেবু উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত মনসুর আলী খানের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি আতর-টুপির দোকানি করতেন। রবিবার নামাযে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, লাবিব খানের খানবাড়ির পাশে একটি ধানের জমির একপাশে গর্ত থাকায় সেখানে প্রচুর মাছ জমা হয়েছিল। গতকাল শনিবার বিকেলে পানি সেচ দিয়ে ঐ মাছগুলো ধরার জন্য তিনি বৈদ্যুতিক মটর লাগান। পানি সেচের এক পর্যায় সে অসাবধানতা বসত বৈদ্যুতিক তারে হাত দেয় এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পরেন তিনি। পরে তার স্ত্রী ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, তিনি খুব ভালো মানুষ ছিলেন এবং নিয়মিত নামাজ পড়তেন। তার তিন মেয়ে ও এক ছেলে। ছোট মেয়ের বয়স দেড় বছর, মেজো মেয়ের বয়স চার বছর, বড় মেয়ের বয়স ছয় বছর। ছেলের বয়স ১৫ বছর। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










