
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃষিমন্ত্রী এসব কথা বলেন- সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। কুচক্রী মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদেরকে কঠিন হাতে মোকাবেলা করবে।
১১ নভেম্বর শনিবার দুপুরে মধুপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে মধুপুর আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, ‘রাজপথ যার আগামী সরকার তার’ আজ বাংলাদেশের সামনে এগিয়ে যাচ্ছে একটি মহল এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে যাচ্ছে। আওয়ামী যুবলীগকে তা কঠিন হস্তে মোকাবেলা করতে হবে।
মধুপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি ইয়াকুব আলী চেয়ারম্যান, মধুপুর পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবি নিগার প্রমুখ। কেক কাটা ও বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।