
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবাগত এসিল্যান্ড মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিমকে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাসহ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রাতে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাংবাদিকগন নবাগত এই দুই কর্মকর্তাকে সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শাকিলা বিনতে মতিন। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, নবাগত এসিল্যান্ড মাসুদুর রহমান, নবাগত ওসি মো. রেজাউল করিম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।