
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্কঃ শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কমৃসূচির বিভিন্ন আওতায় ভাতাভোগী জনগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঘাটাইল উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।
ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজ মাঠে এসে উপস্থিত হন সরকারের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।