
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে তৃণমুল আ.লীগ নেতাদের সাথে মতবিনিময় করে মুজিব কোট প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন মনি ও শহীদুর রহমান, উপজেলা আ,লীগের সহাসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, গোড়াই ইউনিয়ন আ.লীগের (পূর্ব) সভাপতি আশরাফ খান, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভুইয়া,ভাওড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আমজাদ হোসেন, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
পরে উপজেলার ১টি পৌরসভা ও ১৫ টি সাংগঠনিক ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সম্পাদক মোট ২৮৮ জনকে এমপি খান আহমেদ শুভ নিজ অর্থায়নে মুজিব কোট ও ইউনিয়ন আ.লীগ সভাপতি- সম্পাদককে ক্রেস্ট প্রদান করেন।