
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর হমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারেআলোচনা সভা দোয়ামাহফিল ও গণভোজঅনুষ্ঠিতহয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরেউপজেলারআটিয়াইউনিয়নেরবিশিষ্টব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতারাশেদ আলীখানের উদ্যোগেভুরভুরিয়াসরকারীপ্রাথমিক বিদ্যালয়মাঠে উক্ত অনুষ্ঠানেরআয়োজনকরাহয়।
বিশিষ্টব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতারাশেদ আলীখানেরসভাপতিত্বে আলোচনাসভায়প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনেরসংসদ সদস্য আহসানুলইসলামটিটু। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ারউপজেলাপরিষদের চেয়ারম্যানমাহমুদুলহাসানমারুফ, উপজেলাআওয়ামীলীগেরসভাপতিবীর মুক্তিযোদ্ধা ফজলুলহক, দেলদুয়ার থানারঅফিসারইনচার্জ(ওসি) নাছিরউদ্দিন মৃধা, আটিয়াইউনিয়নপরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনআজাদ, পাথরাইলইউনিয়নপরিষদের চেয়ারম্যানরামপ্রসাদ সরকার।
অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেন, দেলদুয়ারউপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যানআহসানুলহকসুমন, মহিলাভাইস চেয়ারম্যান হোসনে-আরা বেগম,আওয়ামীলীগেরসাংগঠনিকসম্পাদক ও আটিয়াইউনিয়নেরসাবেক চেয়ারম্যানইঞ্জিনিয়ারসিরাজুলইসলামমল্লিক,আটিয়াইউনিয়নআওয়ামীলীগেরসাধারণসম্পাদকমাজহারুলইসলামপ্রমুখ।
প্রধানঅতিথির বক্তব্যে সংসদ সদস্য টিটুবলেন,আমি অর্থনীতিরছাত্র,আপনারাঅনেকেইহয়তোজানেননা, বঙ্গবন্ধুর শাসনআমলে ১৯৭৪-৭৫ সালেবাংলাদেশে সবচেয়ে বেশী অর্থনীতিতেপ্রবৃত্তিঅর্জনকরেছিলো। আজকেযদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, তবেঅনেকআগেইতিনিবাংলাদেশকে সোনারবাংলায়রুপান্তরিতকরতেন। তাই ১৫ ই আগস্টের শোককে শক্তিতে পরিনতকরতেহবে। বঙ্গবন্ধুর সোনারবাংলা থেকে মাননীয়প্রধানমন্ত্রীবাংলাদেশকেডিজিটালবাংলাদেশে রুপান্তরিতকরেছেন। ডিজিটালবাংলাদেশকে র্স্মাটবাংলাদেশ বিনির্মাণেমাননীয়প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগেরআরেকবার ক্ষমতায়আসাপ্রয়োজন। তাইপ্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলেএকযোগেকাজকরে যেতেহবে।
তিনিআরোবলেন,জননেত্রী শেখহাসিনাগ্রামকেশহরকরার যে ঘোষনা দিয়েছিলেনযদি কোভিটনাহতোতাহলেএতদিনে সত্যিইগ্রামশহরেরুপান্তরিতহতো। বঙ্গবন্ধুর আতœাতখনিশান্তিপাবেযখন বঙ্গবন্ধুর স্বপ্নকেআমরাবাস্তবায়িতকরতেপারবো।
আলোচনাসভাটিসঞ্চালনাকরেনআটিয়াইউনিয়নআওয়ামীলীগেরসাধারণসম্পাদক কৃষ্ণ কান্তদে সরকার।
অনুষ্ঠানেরশুরুতেজাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানেরপরিবার ও ১৫ আগস্টে সকলশহীদদের আত্মারমাগফিরাতকামনাকরেদোয়াকরাহয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মী ওসাধারণমানুষেরমাঝেরান্নাকরাখাদ্য বিতরণকরাহয়।