
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ার পাচঁতারকা সংস্থা ঋন বিতরণ করেছে।
মঙ্গলবার (১১জুলাই) সকালে দেলদুয়ার উপজেলার এলাসিন আগ দেউলি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এ সংস্থাটি অনেক চড়াই উৎরাই পার করে দীর্ঘদিন পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সাময়িক অনুমোদন পেয়েছে । যার নাম্বার ২০২১০০৬৬১। পাঁচ তারকা একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা। এর আগে সমাজসেবা থেকে সরকারের অনুমোদন নিয়ে কার্যকলাপ পরিচালনা করে আসছে । যার নাম্বার গভঃরেজি নং-ট-দে ১৭৩২/২০০৩।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেলদুয়ারে উপজেলা চেয়ারম্যান ই্িঞ্জনিয়ার মাহমূদুল হাসান (মারুফ) ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচ তারকা সংস্থার সভাপতি ইমরান হোসেন জাহাঙ্গীর , সঞ্চলনায় ছিলেন পাচঁ তারকা সংস্থার নির্বাহী পরিচালক মো. আইয়ূব আলী খান ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক , এলাসিন টি,জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃআব্দুস সামাদ (মাষ্টার), পাঁচ তারকা সংস্থার কোষাধক্ষ্য মোঃ সবুর মিয়া প্রমুখ।