
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখিপুর ও ধনবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জুন) ভোর সাড়ে ৫টার দিকে সখিপুরের মুক্তার ফোয়ারা চত্বরে ও দুপুরে ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের গুদুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সখিপুর উপজেলার বোয়ালী এলাকার সুমেজ উদ্দীনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক হারুন (৩৬), ধনবাড়ি উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) এবং একই এলাকার মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোর সাড়ে ৫টার দিকে মুক্তার ফোয়ারা চত্বর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক হারুন মারা যান।স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে ধনবাড়ি থানার ওসি জসীম উদ্দিন জানান, দুই কিশোর মোটরসাইকেলে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।