
কালিহাতীতে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে কলেজ পাড়া যুব সমাজের আয়োজনে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজাহারুল ইসলাম তালুকদার।
কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌর আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ।
আরোও ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতা রায়হান , সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের সংগঠন সম্পাদক মিজান সরকার, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ তালুকদার প্রমুখ।
ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা কালিহাতী কলেজ পাড়া বড়দল বনাম কালিহাতী কলেজ পাড়া ছোটদল এর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় কালিহাতী কলেজ পাড়া ছোটদল। বিজয়দের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।