
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : দেহঘড়ি কার্ডিও একাডেমি ও খাকজানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রুহুল আমিন (বাহর মৌলভী ) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (১৬জুন) বিকাল ৪টার সময় খাকজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
দেহঘড়ি কার্ডিও একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম আনিসুজ্জামান সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটিরিয়াল সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.শফিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান আনসারী ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধূরী মজনু, করটিয়া এইচ.এম ইসষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চেীহালি উপজেলার মহিলা ও শিশু বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,সরকারি সাদৎ কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক শেখ ফরিদ প্রমূখ ।
উদ্বোধনি খেলায় অংশগ্রহন করেন নব-জাগরণ ও দি-খাকজানা আদর্শ ক্রিয়া সংস্থা অংশগ্রহন করেন ।
এ খেলায় সর্বমোট ১০টি দল অংশগ্রহন করবে। আগামী ঈদুল আযহার পরদিন ফাইনাল খেলা হবে।