শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

নারী ও শিশু আদালতের স্টেনো’র বিরুদ্ধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৩ জুন ২০২৩ - ০৯:০৭:৪৪ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো ও তার বাবা বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত বৃদ্ধা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পরিবার নিয়ে রয়েছে চরম আতঙ্কে। গত ৭ জুন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের আইসরা উত্তরপাড়া গ্রামে হামলার ঘটনাটি ঘটে। হামলায় জড়িতরা হলেন- টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো আবু তাহের আর তার বাবা মোহাম্মদ।
হামলার শিকার খুকি (৫৫) বলেন, আমাকে মারধর করেছেন আবু তাহের ও তার বাবা মোহাম্মদ। আমি নাকি সড়কে ঘর দিয়েছি। এ কারণে আমার বাড়ির গাছ কাটতে বলছে আবু তাহের ও মোহাম্মদ। আমি বলি, ঘর দিয়েছি শশুরের সম্পত্তিতে, গাছ কাটবো কেন ? গাছ কাটবি না, তোকে আর তোর মেয়ে শাহানাজকে মারবে ফারুক। তোরা কি করতে পারবি, কিছুই করতে পারবিনা। এ সময় আমি বলি, তোমাদের গাছ আমাদের জমিতে বুনছো, তোমার চাচার গাড়া খোটা যে উঠাইয়া ফেলছো, এ কারণে আমরা তো কিছু বলিনা। এরপরও তোমরা আমার জমির গাছ কি কারণে কাটতে বলতাছো। এ কথা বলতেই মোহাম্মদ আর তার আবু তাহের আমাকে মারধর করতে শুরু করেন। এ সময় আবু তাহের বলেন, তোকে মেরে ফেললে তুই কি করবি ? তাহেরের বাবা মোহাম্মদ হাতে থাকা লোহার বালতি দিয়ে আমার মুখে আঘাত করে। আঘাতটি আমার কপালে লেগে ফেটে গেছে।
বৃদ্ধার মেয়ে শাহানাজ বলেন, মোহাম্মদ লোহার বালতি দিয়ে মেরে, আমার মায়ের কপাল ফাটিয়ে দিয়েছে। এ সময় আবু তাহের তাকে লাথি মেরেছে। মাকে বাঁচাতে আমি এগিয়ে যাওয়ায় তারা বলেন, ফারুক তোদের মাইরা ফালাইলে তোরা কি করবি। আবু তাহের আদালতে চাকুরি করার ক্ষমতায় মাদক ব্যবসায়ি ফারুকের পক্ষ নিয়ে আমাদের উপর অত্যাচার শুরু করেছেন। আমরা মায়ের ওপর হামলার কঠোর বিচারসহ নিরাপত্তার দাবি করছি। বাবা অসুস্থ পরিবারে আর পুরুষ মানুষ না থাকায় নিজেই মাকে হাসপাতালে ভর্তিসহ সেবার সকল কাজ করতে হওয়ায় এখন আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। যত দ্রæত সম্ভব এ ঘটনার বিচার পেতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশীর অভিযোগ, আবু তাহের টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো হওয়ায় ক্ষমতার অপব্যবহার করছেন। এলাকার মাদক কারবারিদের নানা ভাবে সহায়তা করছেন তিনি। যার কুফল ভোগ করেছেন অনেকেই। এখন ভোগ করছেন অসহায় প্যারালাইসিস রোগী শাহজাহানের পরিবার। নানাভাবে জমি দখলের শিকার হওয়াসহ প্রতিবেশী মাদক কারবারি ফারুকের অত্যাচার সইছে পরিবারটি। পাশে দাঁড়ানোর মত তেমন কোন পুরুষ মানুষ না থাকার সুযোগ নিয়ে ও মাদক কারবারি ফারুককে সহায়তা করতে পরিবারটির বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আবু তাহের আর তার বাবা মোহাম্মদ। এরই জের ধরে ও পরিবারটিকে আতঙ্কিত করতে বৃদ্ধা খুকির উপর হামলা চালানো হয়েছে। আবু তাহের ও তার বাবা মোহাম্মদ গ্রামের প্রভাবশালী আর ক্ষমতাধর হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে বা তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায়না। নীরিহ পরিবারটির নিরাপত্তাসহ বৃদ্ধা নারীর উপর হামলার বিচার দাবি করেছেন তারা।
লোহার বালতি দিয়ে বৃদ্ধা খুকিকে আঘাত করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ।
কর্তৃপক্ষের অনুমতির দোহায় দিয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো আবু তাহের।
প্রতিবেশী মেহেদী হাসান ফারুক বলেন, প্যারালাইসিস রোগী শাহজাহান আমার চাচা আর খুকি আমার চাচি। মারধরের ঘটনায় আমি ছিলাম না। এছাড়াও সে সময় কেন আমার নাম বলা হয়েছে, সেটিও আমি জানি না।
স্থানীয় মাতাব্বর আবু সামা বলেন, বৃদ্ধা খুকিকে মারার ঘটনাটি দুঃখজনক। উভয়ের বাড়িতে গিয়ে আমি ঘটনার কারণ জেনেছি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে আমরা উদ্যোগ নিচ্ছি।
এ বিষয়ে ফুলকী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মিয়া জানান, খুকির পরিবারটি নানাভাবে অত্যাচারিত। মারধরের বিষয়টি খুকির পরিবার থেকে আমাকে জানানো হয়েছে। তবে মোহাম্মদ বা আবু তাহের এ বিষয়ে কোন কথা বলেননি। উভয় পক্ষ সম্মতি দিলে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
উল্লেখ, আদালত প্রাঙ্গণেও নানা ভাবে বিতর্কিত টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো আবু তাহের। সম্প্রতি আইনজীবীর মৃত্যু জনিত কারণে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের ওই দিনেই অবৈধ প্রক্রিয়ায় একটি মামলার আসামীকে জামিন করার অপরাধে ইতোপূর্বে তাকে অন্যত্র বদলী করা হয়েছিল। আবু তাহের সেখানে কিছুদিন চাকুরী করার পর আবার টাঙ্গাইল নারী ও শিশু আদালতের স্টেনো হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: