
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, টাঙ্গাইল জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আওয়াল, বিএনপি নেতা ডাক্তার শাহ্ আলম তালুকদার, শুকুর মাহমুদ প্রমুখ।
পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।