
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১৪ মে) সকালে সিন্দুরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধ উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়া পাড়ার মৃত খোরশেদ আলম খসরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার সিন্দুরিয়াপাড়া গ্রামের আবু সুফিয়ানদের সঙ্গে ৪ একর জমি নিয়ে স্থানীয় আজিজুল মোল্লা (৫০), তোফাজ্জল মোল্লার (৫৫) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রবিবার সকালে বিরোধপূর্ণ জমিতে আজিজুল মোল্লা, তোফাজ্জল মোল্লা, সাইফুল মোল্লা, রফিকুল ওরফে ঘুনাই, আব্দুল করিম ও
রিপনসহ ২০-২৫ জন ধান কাটতে যায়। খবর পেয়ে ইসমাইল হোসেন তার অনুসারীদের নিয়ে গিয়ে ধান কাটতে বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে ইসমাইল হোসেন ও ধলু মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে ইসমাইল হোসেন মারা যান।
নিহত ইসমাইলের ছেলে রাসেল মিয়া জানান, ওই জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। হঠাৎ তারা ওই জমিতে জোরপূর্বক ধান কাটতে যায়। বাঁধা দিলে হত্যার উদ্দেশ্যে আমার বাবার মাথায় আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে
বাবার মৃত্যু হয়। এতো তুচ্ছ ঘটনায় আমার বাবাকে ওরা মেরে ফেলা হলো। এ ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মোক্তা জানান, বিরোধকৃত জমিটি নিয়ে অতীতেও বেশ কয়েকবার সালিশ হয়েছে। কিন্তু কোনো পক্ষই মীমাংসায় আসেনি। আইনি সহায়তা না নিয়ে এভাবে কাউকে হত্যা করা, কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও জানান তিনি।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, নিহত ব্যক্তির কপালে ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি। তবে ঘটনার পরপরই সন্দেহমূলকভাবে
একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে