শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

ধনবাড়ীতে নিরাপদ সড়ক ও নিরাপদ জীবনের দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০২ মে ২০২৩ - ০৫:১৩:৫৭ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরাপদ সড়ক ও নিরাপদ জীবনের দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-জামালপুর মহাসড়কে ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজ, ভাইঘাট উচ্চ বিদ্যালয়, ভাইঘাট সরকারি প্রাথামিক বিদ্যালয়, ভাইঘাট দাখিল মাদ্রাসা ও বাংলাদেশা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী রাস্তার দুপাশে হাতে হাত ধরিয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

এ সয়ম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লাসহ শত শত যাত্রী। সড়কে চলাচলকারী গাড়ীর গতি সীমা কমিয়ে এনে দূর্ঘটনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

গত ৩০ এপ্রিল দুপুরে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ২ শিক্ষার্থীসহ ৪ জন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে তারা এ মানববন্ধন করে। ভাইঘাট উচ্চ বিদ্যালয় ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জেবুন্নেছা, ধোপাখালী ইউয়িন পরিষদের চেয়ারম্যান ও ভাইঘাট উচ্চ বিদ্যালয় এবং ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি আকবর হোসেন, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম (আমিন), ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

বক্তরা বলেন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি ২ জন শিক্ষার্থীদ সাদিয়া ও রুশনীর মতো যাতে আর অকালে প্রাণ না ঝরে সেজন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ধনবাড়ী থেকে মধুপুর পর্যন্ত চলাচলকারী বাসের গতিসীমা কমিয়ে আনার আহবান জানান। সড়কে স্পিডব্রেকার নির্মাণে দাবি জানিয়ে বলেন এ সড়কে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার নির্মাণ করে সাইডবোর্ড ও সাদা রং দিয়ে চিহ্ন করে দিতে হবে। গাড়ীর গতি সীমা ৪০ এর নিচে নামিয়ে আনতে হবে। এ সময় তারা সাদিয়া ও রুশনী হত্যার বিচার দাবি ও গাড়ী চালকের ফাঁসির দাবি জানান।

মানববন্ধন চলাকালে ৪০মিনিট জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ ভাইঘাট বাসস্ট্যান্ড হতে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজ হয়ে বাঘিল বাজার ১ কিলোমিটার লম্বা মানববন্ধনে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাদিয়া ও রুশনীর সড়ক দূর্ঘটনার নিহত হওয়ায় বিচার দাবিতে মানববন্ধনে অংশ নেয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনটি এক ঘন্টা ব‍্যাপী স্থায়ী হয়।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: