
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ মার্চ বিকেলে টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসি আকরাম ফাউন্ডেশনেরর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু খেলায় হুগড়া ইউনিয়ন ও দাইন্যা ইউনিয়ন অংশগ্রহন করে । খেলা পরিচালনা করেন, সাবেক জাতীয় খেলোয়ার ও সাবেক হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী।
খেলায় বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়ার টাংগার কবির দাইন্যা ইউনিয়ন ও টগর টাইগার হুগড় ইউনিয়নের পক্ষে অংশগ্রহন করেন এবং বিজয়ী হয় দাইন্যা ইউনিয়ন ।
হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি ছিলেন, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোরশেদ আলম দুলাল। হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নূর-এ-আলম তুহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল,সাংবাদিক ও কলাম লেখক মাসুম ফৈরদোস নান্নু , নাগরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহে আলম ছাবু , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার সেলিম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, হুগড়া ইউনিয়ন ও দাইন্যা ইউনিয়ন এর সদস্যবৃন্দ,এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ।