
সোনালী বাংরাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের পাথরাইলে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) বেলা ১১টার দিকে ফিতা কেটে দেলদুয়ার রোড, পাথরাইল বাজার সংলঘ্ন রনি মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-এফএভিপি এবং টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক-এইচ.এম.সুলতান মাহমুদ,টাঙ্গাইল ভূঞাপুর শাখার ম্যানেজার-মো:আফজালুল হোসেন চৌধুরী,পাথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মোহাম্মদ হানিফুজ্জামান লিটনসহ বিভিন্ন ব্যবসায়ী এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এছাড়া, আজ অন-লাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের ৬টি জায়গায় নতুন করে উপশাখা উদ্বোধন করেন-ব্যবস্থাপণা পরিচালক-সৈয়দ ওয়াসেক মো: আলী।
সারা বাংলাদেশে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৯০টি শাখা,উপশাখা-৯২টি এবং এটিএম বুথ আছে-২০০টির উপরে।