
দুয়ারে কোরবানি ঈদ। ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলে অনলাইনে শুরু হয়েছে পশু বিক্রি। অনেকেই কোন এলাকার গরু বড়- অনলাইনে খোঁজ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিলছে গরুর খবর। সেই সূত্রে জানা গেছে এ বছর জেলার পশুর হাট কাঁপাতে প্রস্তুত ‘বাংলার রাজা’, ‘মানিক-রতন’ এবং ‘হিরো আলম’। উল্লেখিত চারটি গরুর প্রতিটির ওজন ৩০ মণের উপরে। যদিও করোনাসৃষ্ট পরিস্থিতিতে গরুগুলোর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন খামারিরা।
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকার দুলাল হোসেন চকদারের খামারে বড় হয়েছে ৩২ মণ ওজনের ‘বাংলার রাজা’। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ষাঁড় গরুর দাম ১৫ লাখ টাকা। দুলাল বলেন, বাংলার রাজা সবার নজর কেড়েছে! তবে করোনাভাইরাসের কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।