
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :প্রিয় টাঙ্গাইলবাসী,আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এতদ্বারা টাঙ্গাইল সদর থানা এলাকার সম্মানিত সকল অধিবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আপনার বাসা বাড়ীতে দিনে অথবা রাতের বেলা যে কেউ মিথ্যা পরিচয় দিয়া যে কোন অপরাধ করার উদ্দেশ্যে দরজা বা গেইট খুলতে বললে পরিচয় নিশ্চিত না হয়ে দরজা বা গেইট খুলবেন না। প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়াও যে কোন আইনগত সহায়তার জন্য ফোন করুন নিচের না¤\^ার গুলোতে—-
পুলিশ কন্ট্রোলরুম, টাঙ্গাইল – ০১৭৯৪৪৪৯৯৯৯,টাঙ্গাইল সদর থানা অফিসার ইনচার্জ( ওসি)-০১৭১৩৩৭৩৪৫৪
ডিউটি অফিসার – ০১৭৬৯৬৯০৬৮২ অথবা +৮৮০৯২১৬৩০১২,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, টাঙ্গাইল – ০১৭৬৯৬৯২৩৭৮
ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, করোনা সংক্রমনরোধে আমরা আছি আপনার পাশে।