শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

শাহ রনি বিল্লাহ টাঙ্গাইলের উদীয়মান অভিনয় শিল্পী

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৬ এপ্রিল ২০২০ - ০৮:৫২:৪৫ পিএম


সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
বর্তমান ইউটিউবের বাজারে ব্যস্ততম অভিনেতা শাহ-রনি বিল্লাহ ইউটিউব মার্কেটে রনি বিল্লাহ বিরাট সফলতা অর্জন করেছেন । বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য টিভি ও মুভির পরিচালকদের সাথে কাজ করেছেন ।

বর্তমানে বিভিন্ন মুভি সহ টিভি নাটক, শর্টফিল্ম, মডেলিংসহ অনেক কাজ করেছেন এই অভিনেতা । সম্প্রতী রিক্সাওলীর প্রেম নামক একটি আর্ট ফিল্মে কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি । এ আর্টফিম্ল টি আমেরিকার ফিম্ল ফেসটিভাল এ জমা দেওয়া হবে । এই আর্ট ফিম্লটির পরিচালনায় রয়েছেন রাশেদুজ্জামান নীরব, চিত্রায়নে রয়েছেন মো: সাইফুল শরীফ । এতে অভিয় করেছেন বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেতা অভিনেত্রীবৃন্দ ।

আমরা জানতে পেরেছি বর্তমানের এই ব্যস্ততম অভিনেতা শাহ রনি বিল্লাহ ইউটিউবের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন চরিত্রে আনুমানিক এক হাজার সাতশত নাটকে কাজ করেছেন । শাহ রনি বিল্লাহ – লালন- শাই এর জীবন নিয়ে নির্মীত ভারত ও বাংলাদেশের যৌথ প্রোযজনায় নির্মীত মনের মানুষ ছবিতে কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি । এই ছবিটি অনেক সফলতা অর্জন করেছে । তাছাড়াও বর্তমানে বিভিন্ন নাটক ও মুভির পরিচালকদের সাথে কাজের ব্যাপারে কথা চলছে ।

টাঙ্গাইলের উদীয়মান অভিনয় শিল্পীর বাড়ী টাঙ্গাইলের সদরে পশ্চিম আকুর টাকুর পাড়া , বাবার নাম শাহ মো: ইসরাইল (সাবেক প্রশাসনিক কর্মকর্তা সিভিল সার্জন অফিস) এই শিল্পীর বাবা শাহ মো: ইসরাইল ও একজন ভাল অভিনেতা বর্তমানে টাঙ্গাইলের করোনেশন ড্রামাটিক ক্লাবের আজীবন সদস্য এবং টাঙ্গাইল শিল্প কলা একাডেমির আজীবন সদস্য । বাবা ও ছেলের অভিনীত বর্তমানের সময়োপযোগী শর্টফিল্ম বৃদ্ধাশ্রম, ভিখারীর ঘরে কোটিপতির বউ,তিন ভাইয়ের সংসাার , প্রেমের গ্যারাকল.ছেলে যখন অফিসার পর্ব ১,২,৩ আমি সৎ মা হতে চাই , আদর্শ বড় মা সহ সোনালী প্রোডকশন এর ব্যানারে নির্মীত অনেক নাটক দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে । এ অভিনেতা টাঙ্গাইল নিউজ মিডিয়া হাউজকে আরও বলেন সবে মাত্র হরর মুভি মায়াবিনী ও প্লানচ্যাটের শুটিং এর কাজ শেষ করেছেন বর্তমানে ইডিট এর কাজ চলছে । সম্ভবত আগামী মে অথবা জুন মাসে /২০২০ ইং রিলিজ পাবে ।

বর্তমানে টাঙ্গাইলের সকল নির্মাতা প্রতিষ্ঠান সহ চ্যানেল টপটেন , সেতু মুভি ,সেতু ফিল্ম ,অন্তর ইন্টারটেন,শ্রাবন মুভি ,দোয়েল ২৪,টাইম আউট বিডি,টাইম আউট এইচ ডি,সিনে বাংলা, মুভি২৪ সহ ঢাকার বিভিন্ন প্রডাকশনের ব্যানারে কাজ করেছেন এই টাঙ্গাইলের উদীয়মান অভিনেতা ।

টাঙ্গাইলের সন্তান হিসেবে আমরা এই উদীয়মান অভিনয় শিল্পী শাহ রনি বিল্লাহর অভিনয় জগতে সাফল্য কামনা করছি ।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: