শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

টাঙ্গাইলে এস এস সি পরিক্ষার্থী সিয়ামেকে কুপিয়ে আহত করে দুস্কৃতিকারীরা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৫ ফেব্রুয়ারী ২০২০ - ০৯:৩৫:৩০ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বাবা মা চায় সন্তান পড়াশোনা করে বড় হবে,কিন্তু সেই পড়াশোনার পিছনে যদি বাধাঁ হয়ে দাড়াঁয় সমাজের কিছু নরপশু! তখনি সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়,সন্তান এস এস সি পরিক্ষা দিবে এই অানন্দে মা বসে অাছে পথ চেয়ে,,,হঠাৎ করে কে বা কারা সংবাদ পৌঁছায় মা মা মা তোমার সন্তানকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে গেছে,মায়ের মাথায় তখন অাকাশ ভেঙে পড়ে,,ছোটা ছুটি করে বলতে থাকে কে কোথায় অাছো দ্রূত চলে অাসো অামার বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে গেছে!

হাঁ এ ভাবেই বলছিলেন টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভা এলাকার কাজীপুর চর পাড়া গ্রামের মৃত্যুর মুখ থেকে ফিরে অাসা সিয়ামের মা, সে দিন ছিল ৩০/০১/২০২০ বৃহস্পতিবার পুটিয়াজানি মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের ২০২০ সনের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,অনুষ্ঠান শেষে সিয়াম বন্ধুদের নিয়ে টাঙ্গাইল ডিসি লেকে ছবি তুলতে যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা কিছু দুষ্কৃতি সিয়ামের সাথে থাকা বান্ধবীদের উক্তক্তো করতে থাকে সিয়াম বাধাঁ দিলে সিয়ামকে মেরে ফেলার হুমকি দেয়,সিয়াম প্রতিবাদ করে চলে অাসার জন্য অটোরিকশায় উঠে, পথি মধ্যে বিশ্বজিৎ (১৭) গোপাল (১৬) তায়েবুর রহমান (১৭) জিসান (১৬) অাবির (১৭) অজ্ঞাত অারো কয়েকজন মিলে সিয়াম কে অটোরিকশা করে তুলে নিয়ে যায়।

বিশ্বাস বেতকা দাস পাড়া মন্দিরের পিছনে গাছের বাগানের ভিতরে নিয়ে এলোপাতাড়ি ভাবে রড, হকেষ্টিক,ও রাম দা দিয়ে কোপাতে থাকে,এক পর্যায় মৃত্যৃ নিশ্চিত করে চলে যায়,পরে সাথে থাকা অারেক বন্ধু অাশে পাশের লোকজনের সহযোগিতায় টাঙ্গাইলের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে,,রোগির অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে, মৃত্যু পাঞ্জা লড়ছে সিয়াম,,

প্রতিবেদকের সাথে কথা হয় সিয়ামের বড় ভাইয়ের,,তিনি বলেন অামার ভাই সহজ সরল কখনো কারো সাথে ঝগড়া পযর্ন্ত কোন দিন করে নাই,ছাত্র হিসাবে বেশ ভালো,কিন্তু কেন এতো বড় ঘঠনা ঘঠে গেল বুঝতে পারছি না,,,যারা হামলা করেছে তারা সবাই এস এস সি পরিক্ষা দিচ্ছে, অথচ অামার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,,

সরজমিনে গিয়ে যানা যায়,,অাসামীরা সবাই টাঙ্গাইল বিন্দু বাসিনী হাই স্কুলের ছাত্র,কথা হয় মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তিনি বলেন অামার স্কুলের মেধাবি একজন ছাত্রকে এভাবে কুপিয়ে জখম করেছে এটা দুঃখ জনক অামি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি,

এদিকে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অাহত সিয়ামের দাদী শাহানা হক, অভিযোগ টি অামলে নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

সিয়ামের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে যারা এভাবে কুপিয়ে জখম করেছে আমি তাদের বিচারের মাধ্যমে কঠিন শাস্তি দাবি করছি।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: