
রেজাউল ইসলাম রাজু টাঙ্গাইলের উদীয়মান কন্ঠশিল্পী, নতুন বছরে নতুন আঙ্গিকে সোনার তৈরি মিউজিক ব্যানারে , নুরজাহান জলিল গীতিকার, আহসান জামিল সুরকার, রোহান রাজা মিউজিক ডিরেক্টর, সুজন ইসলাম জীবন ভিডিও সম্পাদনায় মিষ্টি চোখের গানটি খুব শীঘ্রই মুক্তি পাবে । গায়ক রেজাউল ইসলাম রাজু মিষ্টি চোখের গানটি নিয়ে খুবই আশাবাদী এবং সবা্র কাছে দোয়া প্রত্যাশী ।