টাঙ্গাইলে সদর উপজেলার বেড়াবুচনা এলাকা থেকে ফরিদুল ইসলাম (১৬) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মে) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদুল ইসলাম বেড়াবুচনা বৌবাজার এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। ওসি বলেন, মঙ্গলবার সকালে বেড়াবুচনা এলাকায় স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত সন্দেহে শুভ এবং আল আমিন নামের দুজনকে আটক করা হয়েছে। নিহতের মাথায় এবং কপালে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে বলে জানান, ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।