২১ হজ এজেন্সিকে অব্যাহতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ ৩৩ বার পড়া হয়েছে
ধর্ম মন্ত্রণালয় ২১ টি হজ এজেন্সিকে অনিয়ম, প্রতারণা ও অব্যবস্থাপনার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করা হয়। সেখানে বলা হয় ২০১৭ সালে যেসব দেশি ও বিদেশি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম, প্রতারণা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল তা তদন্ত করে ২১ এজেন্সিকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে যেসব হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে তাদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে তা জানানো হয়নি। এদের সাজা চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়।
তিন হজ এজেন্সিকে সতর্ক করে ছেড়ে দেয় মন্ত্রণালয়। এরা হলো তানভীর ট্রাবেলস , অ্যাসিউরেন্স এয়ার সার্ভিস ও আদদ্বীন ইন্টারন্যাশনাল।
প্রসঙ্গত, হজ এজেন্সিগুলো বিরুদ্ধে করা অভিযোগে যাচাই করতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল ধর্ম মন্ত্রণালয়। ২৪৫ টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।