১৫ কিস্তি দিয়েও মৃত গ্রাহকের পরিবার পেলেন ৫ লাখ টাকা
- আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের স্ত্রীর হাতে মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের টাঙ্গাইলের কাশফুল প্রজেক্টের আকুর টাকুর পাড়া কার্যালয়ে গ্রাহক মরহুম শাহারুল ইসলাম মিলনের স্ত্রী রুমা আক্তারের হাতে মৃত্যু দাবির ওই পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল কাশফুল টাঙ্গাইল অফিসের জেনারেল ম্যানেজার নির্জনা খানম সীমা, পাথরাইল অফিসের জেনারেল ম্যানেজার মহানন্দ রাজবংশী, টাঙ্গাইল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার আরিফ উর রহমান টগর, ব্রাঞ্চ ম্যানেজার আতোয়ার রহমান, ইউনিট ম্যানেজার মো. আলমগীর হোসেন প্রমুখ।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আইপিএল কাশফুল এর প্রকল্প পরিচালিক মো. নাসির উদ্দিন বলেন, মরহুম শাহারুল ইসলাম মিলন ছিলেন একজন গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম)। বীমা গ্রাহক হওয়ার পর মাত্র ১৫টি কিস্তি জমা দিয়েছিলেন তিনি। আকস্মিক ঘাতকব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমন তথ্য দেন মিলন। চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যু পরবর্তী প্রক্রিয়া শেষে গত ১৬ ডিসেম্বর গ্রাহক ও প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) মরহুম শাহারুল ইসলাম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি পাশ করেন কর্তৃপক্ষ। আজ আনুষ্ঠানিকতার মাধ্যমে মরহুম মিলনের মৃত্যু দাবির পাঁচ লাখ টাকার চেকটি স্ত্রী রুমা আক্তারের হাতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ আগস্ট ভোর ৬টার দিকে শহরের পাড়দিঘুলিয়ার নিজ বাসভবনে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাহারুল ইসলাম মিলন (৪৮) মৃত্যুবরণ করেন। তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) ছিলেন। এছাড়াও মরহুম মিলন ছিলেন এক ছেলে সন্তানের বাবা।









