শ্রমিক ও আ’লীগ নেতার উপর হামলার প্রতিবাদে কালিহাতীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮ ৩১ বার পড়া হয়েছে
সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি : আজ রবিবার (১৫ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল-ময়ময়নসিংহ মহাসড়কের কালিহাতী বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সমিতির সহ-সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রাসেলের উপর বর্বোরচিত সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে কালিহাতী উপজেলা শ্রমিক ফেডারেশনসহ সংগঠনের আওতাভুক্ত ১২টি সংগঠন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, যুগ্ম সাধারন সম্পাদক এ বি এম নুরুল আলম খসরু ও আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, ট্রাক শ্রমিক ইউনিয়ন হামিদপুর শাখার সভাপতি জাকির হোসেন খান রতন, উপজেলা বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারন সাধারন সম্পাদক আতিকুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, প্রমুখ। আসামীদের অবিলম্বে গ্রেফতার করার আহবান জানিয়ে এ ঘটনায় মদদদাতাদের বিরুদ্ধেও তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান। অন্যথায় কালিহাতীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কালিহাতীকে অচল করে দেওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে অংশ নেয় ট্রাক মালিক সমিতি ও ট্রাক শ্রমিক ইউনিয়ন কালিহাতী উপজেলা শাখা, বাস কোস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কালিহাতী ও হামিদপুর শাখা, উপজেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, অটো রিক্সা,অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কালিহাতী শাখা, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, ভ্যান-রিক্সা ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কালিহাতী ও বাগুটিয়া আঞ্চলিক শাখা, হোটেল শ্রমিক ইউনিয়ন কালিহাতী শাখা, কাঠ ব্যবসায়ী মালিক ও শ্রমিক সমিতি কালিহাতী শাখা, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন কালিহাতী শাখা, কুলি-মজদুর শ্রমিক ইউনিয়ন কালিহাতী শাখা, কালিহাতী পৌর শ্রমিকলীগের নেতাকর্মীসহ, নীলাচল পরিবার, সাতুটিয়া মন্ডল বাড়ী কাজী পরিবারসহ সাতুটিয়া গ্রামবাসী।