শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের উন্নয়ন হচ্ছেঃ খন্দকার আবদুল বাতেন এমপি
- আপডেট সময় : ০১:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮ ৩০ বার পড়া হয়েছে
আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধি :নাগরপুরের কৃর্তি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য নাগরপুর-দেলদুয়ারের উন্নয়নের রূপকার, গনমানুষের প্রিয় নেতা, জনাব আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন ভূ-খন্ড পেয়েছি, পেয়েছি লাল-সবুজের পতাকা। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রাণপ্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় দেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। বর্তমান সরকারের মেয়াদকালে নাগরপুর-দেলদুয়ারে দৃশ্যমান উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এলাসিনের শামছুল হক সেতু, কেদারপুরে শেখ হাসিনা সেতু, নাল্লাপাড়া সেতু, থানা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ষ্টেশন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্স ভবন, প্রাণী সম্পদ ভবন, ৫০ শয্যা হাসপাতাল, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ড সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কাজেই দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। সোমবার টাঙ্গাইলের নাগরপুরে ঢাকার সাথে সরাসরি বাস সার্ভিস(এসবি লিংক) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুদনগর নতুন বাজারে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নেতা- কর্মীদের উদ্যেশ্যে জননেতা খন্দকার আবদুল বাতেন এমপি এ সময় আরো বলেন, মনোনয়ন দেয়ার মালিক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আরমনোনয়ন কে কেন্দ্র করে দলের ভেতর কোন বিশৃঙ্খলা কোন বিভেদ সৃষ্টি করবেন না। সব বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসবি লিংক মালিক সমিতির সড়ক সম্পাদক জনাব মোঃ আবদুল গণি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ছিদ্দিকুর রহমান, জনাব বেগম মমতাজ খন্দকার, জনতা ডিগ্রি কলেজের প্রভাষক জনাব মোঃ মঞ্জুরুল আলম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস জনাব শফিকুল ইসলাম, মেহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফরহাদ হোসেন, মামুদনগর নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জনাব মোঃ ময়নাল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জনাব আবু তাহের ও জনাব শফিকুল ইসলাম শুকুর প্রমূখ। এমপি বাতেন এদিন বিকেলে উপজেলার চামটা মির্জাপুর গ্রামে ১৭৬টি বাড়ি নতুন বিদ্যুৎ সংযোগ কাজের শুভ উদ্বোধন করেন।