ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে জমি বিরোধে কুপিয়ে হত্যা চেষ্টা; গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত আসামি মোনায়েম হোসেন ফাহিম (২০)-কে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তাদের মধ্যে। এর জের ধরে সোমবার দুপুরে বহুরিয়া গ্রামের নয়ামিয়ার ছেলে সোহানুর রহমান সোহেল দোকানে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় মামলার প্রধান আসামি একই গ্রামের শফিকুল ইসলাম ধারালো দা দিয়ে তাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

সোহেলের ডাক-চিৎকারে তার ভাই শরীফ ও ভাতিজা মাসুদ এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে। পরে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর রাতেই পুলিশ শফিকুল ইসলামের ছেলে মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জাপুরে জমি বিরোধে কুপিয়ে হত্যা চেষ্টা; গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত আসামি মোনায়েম হোসেন ফাহিম (২০)-কে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তাদের মধ্যে। এর জের ধরে সোমবার দুপুরে বহুরিয়া গ্রামের নয়ামিয়ার ছেলে সোহানুর রহমান সোহেল দোকানে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় মামলার প্রধান আসামি একই গ্রামের শফিকুল ইসলাম ধারালো দা দিয়ে তাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

সোহেলের ডাক-চিৎকারে তার ভাই শরীফ ও ভাতিজা মাসুদ এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে। পরে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর রাতেই পুলিশ শফিকুল ইসলামের ছেলে মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা