মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে র্যাবের টহল জোরদার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
সোনলী বাংলাদেশ নিউজ ডেস্ক : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন ও ডাকাতিরোধে র্যাবের টহল টিম জোরদার করা হয়েছে।
শুক্রবার রাতে মহাসড়কের এলেঙ্গা, মির্জাপুরসহ গুরত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহাড়কে চলাচলের সার্বিক খোঁজখবর নিচ্ছে র্যবের সদস্যরা। এছাড়াও ডাকাতিরোধসহ জরুরি প্রয়োজনে যাতে র্যাবের যোগাযোগ করতে মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে।
র্যবের
র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন বলেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাদের একাধিক টহল টিম দায়িত্ব পালন করছে।