ভূঞাপুরে হেলিকপ্টার প্রতিকের কর্মীসমর্থকের উপর হামলার অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 387.2173; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুরে হেলিকপ্টার প্রতীকের কর্মীসমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে দোয়াত কলম প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ মে) বেলা ১০ টার দিকে ভুঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আহত হয় উপজেলার শিয়ালখোল গ্রামের আব্বস আলীর ছেলে রোমান।
আহত রোমান জানান,সকালে চা খাওয়ার জন্য ভূঞাপুর বাসস্ট্যান্ডে শাহাদতের দোকানে গেলে তাৎক্ষণিক দোয়াত কলমের সমর্থক জাহাঙ্গীরের নের্তৃত্বে একদল সন্ত্রাসী এসে আমার উপর হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে। আশে পাশের লোকজন এগিয়ে আসলে আমাকে মাটিতে ফেলে চলে যায়।যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে যদি হেলিকপ্টার প্রতীকের নির্বাচন করি তাহলে তারা মেরে ফেলবে।
হেলিকপ্টার প্রতিকের প্রার্থী ফিরোজ চৌধুরী বাদী হয়ে ভূঞাপুর থানা ও নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন।
তবে হামলার কথা অস্বীকার করেছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী নার্গিস বেগম।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুল্লাহ জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।