ভূঞাপুরে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি নিষিদ্ধ কার্যক্রম আ.লীগের দুই ভাই

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রেফতার আতঙ্কে বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি সদ্য কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও তার ভাই জাহিদুল ইসলাম খোকা।
মনির উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সভাপতি এবং তার ভাই খোকা ইতালি প্রবাস ফেরত। তিনিও এ দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
রবিবার (১১ মে) দুপুরে উপজেলার জিগাতলা ঈদগা মাঠে তার ভাই নাজমুল হক ওরফে তারা মেম্বারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কুকাদাইর কবরস্থানে দাফন সস্পন্ন করা হয়েছে। জানাজায় তার দুই ছোট ভাইকে অংশ নিতে দেখা যায়নি।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপন রয়েছেন। ডেভিল হান্টের অভিযানে নাশকতার মামলায় এই দলের বেশ কয়েকজন গ্রেফতার নেতাকর্মী হয়। অন্য নেতাকর্মীদের মতো মনির চেয়ারম্যান ও তার ভাই খোকাও আত্মগোপন রয়েছেন।
গত শনিবার (১১ মে) রাত সাড়ে ১০ টার দিকে মনিরুজ্জামান মনিরের তার বড় ভাই নাজমুল হক তারা মেম্বার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন রবিবার দুপুরে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার মুসুল্লিরা জানাজায় অংশ নিলেও গ্রেফতার আতঙ্কে জানাজায় অংশ নেননি ওই দুই ভাই।
এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক তারা মেম্বারের ছেলে অ্যাডভোকেট শাহাদত হোসেন বাবু জানান, গ্রেফতার আতঙ্কে তার দুই চাচার মধ্যে একজন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও আরেক চাচা ইতালি প্রবাস ফেরত জাহিদুল ইসলাম খোকা জানাজায় অংশ নিতে পারেনি। তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন।