বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর কালিহাতীতে কর্মী সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮ ১৬০ বার পড়া হয়েছে
১৬ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার চিনামুরা স্কুল মাঠে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মো. শাফী খানের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
এ সময় আরো বক্তৃব্য রাখেন পৌর মেয়র প্রার্থী মো. শাফি খান, জেলা বিএনপি সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৯ মার্চের পৌর নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শাফি খানকে ধানের শীষে বিপুল ভোটে বিজয় করে আনার আহবান জানান।










